সিলেটে পিইসিতে জিপিএ ৫ পেল ৫১০৪ জন
1 min readঅতিথি প্রতিবেদক :: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুসারে, সিলেটে এই পরীক্ষায় এ বছর জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ১০৪ জন শিক্ষার্থী।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে সিলেট জেলায় সকল বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ২৪০ জন। এদের মধ্যে ছেলে ২৮ হাজার ৯৩ জন ও মেয়ে ছিল ৩৪ হাজার ১৪৭ জন। এবার পাসের ৯৩ দশমিক ৪৯ ভাগ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৩.৪০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৯৩.৫৮ ভাগ।
এ বছর জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১১২ জন ছেলে এবং ২ হাজার ৯৯২ মেয়ে।
এদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর সিলেটে পাসের হার ৯৩ দশমিক ২৩ ভাগ। এ পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৯৩ জন।