ভাইস চেয়ারম্যানের ভাতিজা আনুশের কৃতিত্ব; পিএসসিতে A+, স্বপ্ন ইঞ্জিনিয়ার
1 min read
সীমান্ত ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের প্রথম ভাতিজা ও বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম সারওয়ার সুহেলের একমাত্র পুত্র “আলজিম সরওয়ার আনুশ” গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে PSC পরিক্ষায় GPA=A+ পেয়ে উত্তীর্ণ হয়।
আনুশ তার বুকে ইঞ্জিনিয়ারের স্বপ্ন ধারণ করে লেখা পড়ায় মনযোগ দিয়ে এগিয়ে যাচ্ছে৷ পিএসসিতে জিপিএ (A+) পেয়ে তার চাচা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের কাছে তার স্বপ্নের কথা বলে যে “বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হবো”।
তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হয়ে তার দাদা, বাবা ও চাচার মত দেশ ও দশের জন্য কিছু করতে, তার এই ইচ্ছা তার এই স্বপ্নকে লালন করে লেখা পড়া করে; সাথে সাথে তার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান কয়েছ সবার কাছে দোয়া চেয়েছেন, তার স্বপ্ন যেন আল্লাহ পূর্ণ করেন। আমিন।