তিন জেলাকে পেছনে ফেলে শীর্ষে সিলেট
1 min read
অতিথি প্রতিবেদক :: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে শীর্ষস্থানে আছে সিলেট জেলা। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বিভাগের অন্য তিনটি জেলাকে পেছনে ফেলেছে সিলেট।
আজ মঙ্গলবার জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।
ফলাফল অনুসারে, এবার সিলেট জেলায় ৫৫ হাজার ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ হাজার ৫১৩ জন। পাসের হার ৯৩.৫১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৫২ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৭৪০ জন, মেয়ে ১০১২ জন।
সিলেট বোর্ডে ফলাফলে পাসের হারে দ্বিতীয় স্থানে আছে হবিগঞ্জ জেলা। এ জেলায় ৩২ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩০ হাজার ৩২ জন। পাসের হার ৯২.৭৭ ভাগ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২৭৮ জন, মেয়ে ৪১৭ জন।
ফলাফলে পাসের হারে তৃতীয় মৌলভীবাজার জেলা। এ জেলায় ৩৩ হাজার ৩৮৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩০ হাজার ৮৮৭ জন। পাসের হার ৯২.৫৫ ভাগ। মৌলভীবাজার জেলা জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯২২ শিক্ষার্থী। তন্মধ্যে ৩৭৮ জন ছেলে, ৫৪৪ জন মেয়ে।
প্রকাশিত ফলাফলে সিলেট বোর্ডে একেবারে তলানিতে আছে সুনামগঞ্জ জেলা। এখানে ৩২ হাজার ৭৫৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩০ হাজার ১০০ জন পাস করেছে। পাসের হার ৯১.৯০ ভাগ। এ জেলায় ৪০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যাদের মধ্যে ছেলে ১৪২ জন ও মেয়ে ২৬২ জন।