জেএসসিতে ফেল করায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা
1 min readজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় রাজধানীর লালবাগে একটি বাসায় তুষার (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুষারের মামা জাকির হোসেন জানান, তুষারের বাবার নাম মজিবর রহমান। লালবাগ থানার বিপরীত পাশে মসজিদ গলির ষষ্ঠ তলার বাসার তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকত তুষার। লালবাগের এ কে ইন্টার গার্ডেন স্কুল থেকে এবার সে জেএসসি পরীক্ষা দেয়। আজ তার রেজাল্ট দিয়েছে। তবে ফেল করেছে সে। এ রেজাল্ট দেখার পর থেকেই মন খারাপ ছিল তার।
পরে সবার অগোচরে বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। স্বজনরা দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বরিশাল নগরীতে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাহিদা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার ফল ঘোষণার পর দুপুর ১টার দিকে নগরীর কাউনিয়া প্রথম গলির নিজ বাসায় আত্মহত্যা করে সে।
সাহিদা ওই এলাকার বাসিন্দা মহানগর বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম শাহীনের মেয়ে এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শের-ই বাংলা মেডিকেলে দায়িত্বরত পুলিশের এসআই নাজমুল হোসেন জানান, স্কুলছাত্রী সাহিদা জেএসসি’তে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে না পাড়ায় লোকলজ্জায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন জানান, জেএসসি’তে জিপিএ-৫ না পাওয়ায় তার স্কুলের ছাত্রী সারিয়া আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন। সে পেয়েছে জিপিএ-৪। জিপিএ-৫ না পেয়ে কারোর আত্মহত্যা দুঃখজনক। তিনি জিপিএ-৫ কে অধিক গুরুত্ব না দিয়ে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।