উন্নয়ন সংগ্রামের চেয়ারম্যান শরিফ উদ্দিনকে বিমানবন্দরে সংবর্ধনা
1 min readআবু তালহা তোফায়েল :: বৃহত্তর জৈন্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যন, প্রবাসী জমিয়ত নেতা আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দীন স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট ওসমানী বিমান বন্দরে বৃহত্তর উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ৩১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩ টায়।
এসময় বৃহত্তর জৈন্তা উন্নয়ন সংগ্রামের সেক্রেটারি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের নেতৃত্বে সংবর্ধনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাফিজ জাকির হুসাইন, যুবনেতা মাওলানা আমিরুল হুসাইন, ছাত্রনেতা লোকমান হাকিম, যুবনেতা মাহদী হাসান মিনহাজ, এইচএম নুমানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।