আল-এহসান ব্রিজ পরিদর্শনে প্রবাসী নেতা বিলাল উদ্দিন
1 min readআবু তালহা তোফায়েল :: ৩০ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪.৩০ এ আর্ত মানবতায় নিয়োজিত সামাজিক সংগঠন, গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের “আল-এহসান ইসলামী ঐক্য পরিষদ, পাঁচপাড়া তুড়গ্রাম”র উদ্যোগে নির্মিত “আল-এহসান” ব্রিজ পরিদর্শন করেন গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জমিয়ত নেতা আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আগামীর স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ, দারুসসালাম লাফনাউট মাদরাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, সংগঠনের কেসিয়ার আলহাজ্ব মাওলানা জমির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মৌলভী আব্দুল করিম, তারেক আনোয়ার, মাওলানা নাজিম উদ্দীন, নোমান আহমেদ, হাফিজ আবু তালহা প্রমুখ।