গোয়াইনঘাটে নবাগত ইউএনও সাকিবকে ফুল দিয়ে বরণ করেন চেয়ারম্যান ফারুক
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: সীমান্ত জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকৃত ইউএনও মো. নাজমুস সাকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ এবং ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ।
২৯ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবকের কার্যালয়ে গিয়ে অনাড়ম্বর আয়োজনের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । এসময় গোয়াইনঘাট উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অপরাধমুক্ত গোয়াইনঘাট গড়ার প্রত্যয় নিয়ে বিস্থর আলোচনা করেন উপজেলার এ কর্ণদ্বারদ্বয়। সেই সাথে একযোগে সকলে মিলে মিশে কাজ করারও অঙ্গিকারও ব্যক্ত করেন।
উল্যেখ্য চলতি মাসের ১৫ তারিখ সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পালকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ও সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবকে গোয়াইনঘাটে বদলি করা হয়।