মুহাম্মাদী অতিরিক্ত জাহান্নামি দলই হচ্ছে হিজবুত তাওহীদ; লুৎফুর রহমান ফরায়জী
1 min read
আবু তালহা তোফায়েল :: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ৩দিন ব্যাপী শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের (২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার) ২য় দিনের ১ম অধিবেশনে আল্লামা লুৎফুর রহমান ফরায়জী বলেন-
হেজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা নিজেকে নিয়ে গর্ব করে বলে তার কাছে ইলহাম হয়। সে নিজ থেকে কিছু বলেনা। যা বলে তা আল্লাহ তার হৃদয়ে ঢেলে দেন। আর তারি বক্তব্য যে নবী সাঃ এর মৃত্যুর পর ৭০ বছর পর্যন্ত মুসলমান সম্প্রদায় ঠিক থাকবে কিন্তু ৭০ বছর পর প্রকৃত মুসলমান থাকবেনা। তারা বলতে চায় যে পূর্ববর্তী নবী রাসূলদের মত আমাদের নবী মুহাম্মাদ সাঃ ও সাময়িকভাবে নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য এসেছেন। কিন্তু প্রকৃতপক্ষে রাসূল সাঃ তো রহমতুললিল-আলামিন অর্থাৎ গোটা পৃথিবীর জন্য রহমত স্বরুপ।
তিনি বলেন যে হিজবুত তাওহীদের বক্তব্যনোযায়ী ইমাম বুখারী,ইমাম মুসলিম,তিরমিজিসহ সকল ইমাম মুসলমান নয়।
তিনি কথার প্রেক্ষিতে বলেন যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ১টা চুর। কারণ সে তার কুখ্যাত শিক্ষকের কাছ থেকে কুশিক্ষা গ্রহণ করে অস্বিকার করে বলে সে ইলহাম প্রাপ্ত হয়েছে।
তিনি আরো বলেন, বনী ইসরায়েলের ৭২ গ্রুপের চেয়ে মুহাম্মাদী অতিরিক্ত ১গ্রুপ হচ্ছে উলামা বিদ্বেষী অর্থাৎ নবীর ওয়ারেসদের বিরোধীতা করে যারা তারাই অতিরিক্ত মুহাম্মাদী ১গ্রুপ।
আর তারা হচ্ছে হিজবুত তাওহীদ। কারণ তারাই হচ্ছে উলামা বিদ্বেষী।