স্বাধীনতা পেতে হলে কুরানকেই অনুসরণ করতে হবে; নূর হুসাইন ক্বাসেমী
1 min readআবু তালহা তোফায়েল :: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের প্রথম দিনে ৩য় অধিবেশনে ঢাকা বারিধারা মাদরাসার মুহতামিম, ঢাকা মহানগর হেফাজত আমির ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বাংলার মাদানি আল্লামা নূর হুসাইন ক্বাসেমী বলেন- ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে পলায়ন করলেও তাদের কিছু অনুসারী ও পশ্চিমা সভ্যতা আমাদের মাঝে রেখে গেছে। তারা তাদের কিছু গোলাম রেখে গেছে গোটা ভারতবর্ষে। আমরা আজ এতো নির্যাতিত হচ্ছি কেনো? কারণ ১টাই যে আমরা কুরানের শিক্ষা থেকে দূরে। কুরানের শিক্ষা বুকে থাকলে কাউকে ভয় পাবেনা। যদি রাষ্ট্র প্রধান কুরানের শিক্ষায় শিক্ষিত থাকে এবং কুরানেই আইন রাষ্ট্রে পরিচালনা করে তাহলে আমেরিকা রাশিয়া কাউকেই ভয় করবেনা। তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কথা উল্লেখ করে বলেন তার বুকে কুরান আছে তাই সে কাউকে পরোয়া করেনা।
তিনি আরো বলেন যে, আমরা আজ এখনো যদি কুরানকে আকড়ে ধরি তাহলে আমরা বিজয় হবো। আমরা আজ ১টা পতাকা আর ১টা মানচিত্র স্বাধীন পেয়েছি কিন্তু আমরা পুরোপুরি ব্যাক্তিজীবন, সামাজিক ও রাজনৈতিকভাবে স্বাধীন হতে পারেনি।
আমাদের মাঝে পশ্চিমাদের সভ্যতা রয়ে আছে, তাই পশ্চিমাদের গোলাম হয়ে আছি। তিনি আকাবিরে দেওবন্দের ইতিহাস তোলে ধরে বলেন তাদেরকে আমরা ফলো করি, কারণ তারা কুরানি বিধানের উপর একশভাগ ঠিকে আছে, তাই তারা আমাদের মাইলফলক।