রাসুল সাঃ-এর দেখানো পথেই দেওবন্দ প্রতিষ্ঠা হয়; সায়্যিদ আসজাদ মাদানি
1 min readআবু তালহা তোফায়েল :: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের ১ম দিনে ৪র্থ অধিবেশনে (২৫ ডিসেম্বর, বুধবার) আল্লামা সায়্যিদ আসজাদ মাদানি দাঃবাঃ (ভারত) বলেন- ক্বওমি মাদরাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দের অনুসারী আর দেওবন্দ হচ্ছে আল্লাহর রাসুল সাঃ এর দেখানো দ্বীনি দরসগাহ। তার দেখানো নির্দিষ্ট যায়গায়ই দেওবন্দ প্রতিষ্ঠা হয়।
যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল তখন গোটা ভারতবর্ষ আলেম শূন্য ছিলো। ক্বাসিম নানুতাবী রহঃ, রশিদ আহমদ গঙ্গুহী রহঃ তারা কয়েকজন ছাড়া কেউই আলেম ছিলেন না। স্বপ্ন যোগে সয়ং আল্লাহর রাসুল সাঃ দেখিয়ে দিয়েছেন দারুল উলুম দেওবন্দের রূপরেখা। এই রূপরেখা সঠিক আদর্শকে লালন করে কুরান ও সুন্নাহের উপর অঠল থেকে দারুল উলুম দেওবন্দ পরিচালিত হচ্ছে, এরি ধারাবাহিকতায় বাংলাদেশের কওমি মাদরাসা এবং এই জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা ও পরিচালিত হচ্ছে।
তিনি খলিফায়ে মাদানি আল্লামা বদরুল আলম সাহেবে রেঙ্গার কথা উল্লেখ করে বলেন- তারা তিনি কোনো এয়ারকন্ডিশন গাড়ি চলে বা সাইকেলে করে মানুষের খেদমত করেন নি, তিনি নিজে পায়ে হেটে পানি-কাদা ছোঁয়ে তাফসির মাহফিল করছিলেন, মানুষের হেদায়েতের কথা বলছিলেন, এই মাদরাসা (দরসগাহ) চালিয়ে গিয়েছিলেন। তাই আমরা তার সঠিক উত্তরসূরী হিসেবে মানুষের এভাবেই খেদমত করে যাবো, দ্বীনে ইসলামের খিদমাত করে যাবো।