মাদরাসা শিক্ষাই জাতীয় শিক্ষা; শায়খুল হাদীস ওবায়দুল্লাহ ফারুক
1 min readআবু তালহা তোফায়েল :: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনে ২৫ ডিসেম্বর (বুধবার) প্রথম দিনের ২য় অধিবেশনে ঢাকা বারিধারা মাদরাসার শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন-
মাদরাসা শিক্ষা হলো জাতীয় শিক্ষা এবং সু শিক্ষার মূল কেন্দ্র। যে এ শিক্ষাকে কুলশিত করতে চায়, সে নিশ্চয় কোনো মানুষ নয়,সে চতুষ্পদ প্রাণী।
জেনারেল শিক্ষা জাতীয় শিক্ষা হতে পারেনা, কারণ কোনো জাতীর শিক্ষা নয়, এটা সকল ধর্মের মানুষেরা অর্জন করে এবং তা থেকে সাময়িক ফায়দা অর্জন করা যায় কিন্তু স্থায়ী ফায়দা অর্জন করা যায়না।
আবার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জঙ্গি ও সকল নিষিদ্ধ সংগঠক এবং অস্ত্রবাজীরা বের হয়, কিন্তু কিছু মানুষরুপি পশুরা বলে নিষ্পাপ মাদরাসা শিক্ষা থেকে নাকি জঙ্গিদের আড্ডাখানা। এটা তাদের পরিদর্শনের পরও কথিত বুদ্ধিজীবীরা গাজাখুরের মত সেন্সহারা হয়ে বলে।
তিনি বলেন মাদরাসা শিক্ষা হলো জাতীয় শিক্ষা, জাতির একাল ও পরকালের ফায়দার জন্য। মাদ্রাসা শিক্ষাঙ্গনের মক্তবের সিলেবাসের তালীমুল ইসলাম থেকে বুখারী সিয়াহ সিত্তাহ পর্যন্ত এ শিক্ষাই দেওয়া হয় যে এটা জায়েজ, ওটা নাযায়েজ, ওটা হারাম মানুষের জন্য অপকারী, এটা জায়েজ মানুষের জন্য উপকারী।
এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা।