বানরের উত্তরসূরীরাই বিবর্তনবাদকে মেনে নেয়; মঞ্জুরুল ইসলাম আফেন্দি
1 min read
আবু তালহা তোফায়েল :: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের ১ম দিনে ৪র্থ অধিবেশনে (২৫ ডিসেম্বর, বুধবার) ঢাকা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফাসসিরে কুরান আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন-
বর্তমানে আমাদের দেশে স্কুল কলেজে পাঠ্য পুস্তকে ডারউইনের মতবাদ বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে৷ তিনি বলেন যদি গোটা বাংলাদেশের নাগরিকদের একটা মাঠে জমায়েত করা হয় আর তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে, বানর থেকে মানুষ হয়েছে অর্থাৎ বানরের উত্তরসূরী কারা সামনে এগিয়ে এসো, তারা কেউই তখন এগিয়ে আসবেনা। কারণ সামান্য বালেগ একজন মানুষ স্বীকার করবেনা যে মানুষ বানর থেকে হয়েছে। তবে হ্যাঁ যারা বানরের স্বভাব নিয়ে চতুষ্পদ প্রাণীর মত ছুটে বেড়ায়, বানরের বাচ্চা বানর যারা তারাই বলবে যে মানুষ বানর থেকে হয়েছে।
তিনি বলেন কুরানে স্পষ্ট বলা হয়েছে যে, আমি বনী আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে এবং তার পাজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি এবং তাদের মাধ্যমে পৃথিবীতে বংশবিস্তার করেছি। এরকম অনেক অনেক প্রমাণ আছে। তাই ডারউইন হলো বানরের বাচ্ছা আর তার কিছু উগ্রবাদী মানুষরূপী বানর আছে৷ যারা তাদের মত আমাদেরকে ও বানাতে চায়।