আমরা আমাদের উত্তরসূরীদের অনুসরণ করবো; শায়খুল হাদীস তাফাজ্জুল হক
1 min readআবু তালহা তোফায়েল :: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনে ২৫ ডিসেম্বর (বুধবার) প্রথম দিনের ৩য় অধিবেশনে- উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেন-
আমরা আজ নির্মমভাবে নির্যাতিত হচ্ছি, কারণ আমরা আমাদের উত্তরসূরীদের পথ ছেড়ে দিয়ে ডান বায়ে তাকাচ্ছি। আমরা আমাদের উত্তরসূরীদের পথ ও মত অনুসরণ করলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ।
তিনি বলেন আমার এই অসুস্থ শরীর নিয়ে এই দ্বীনি ময়দানে হাজির হয়েছে আলেম উলামার এই মিলনমেলায় তাদেরকে এবং আপনাদেরকে দেখার জন্য, শায়খে রেঙ্গার কথা স্বরণ হলে নিজেকে আটকে রাখতে পারিনা, তিনি কি ছিলেন তা আমার বলার দরকার নেই। আপনারাই ভালো জানেন উনার সম্পর্কে।
উনারাই হলেন আমাদের উত্তরসূরী, আমাদের নতুন প্রজন্মরা তাদের দিকে তাকাবে, তাদেরকেই অনুসরণ করবে। তাতেই আমাদের সফলতা রয়েছে।