“সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশের ছাত্রসমাজ ভিপি নুরের সাথে আছে”
1 min readসার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশের ছাত্রসমাজ ভিপি নুরের সাথে আছে; ছাত্র জমিয়তবাংলাদেশের সভাপতি এখলাছুর রহমান রিয়াদ
চিকিৎসাধীন ডাকসু ভিপি নুরুল হক নুর কে দেখতে আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধিদলকে নিয়ে ঢামেকে যাই ৷ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদের বিরুদ্ধে নুরুল হক নুর যে সাহসী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, তাতে দেশের মুক্তিকামী জনতার মনে আশার সঞ্চার হয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে যে শ্লোগান তিনি উঠিয়েছেন, এতে সাম্রাজ্যবাদের ভিত নড়ে ওঠেছে। সাধারন ছাত্রসমাজের অধিকার ও দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশের আপামর ছাত্র জনতা তার সাথে আছে। সাহসিকতায় দেশের ছাত্রসমাজ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা আরেকটি মুক্তির সংগ্রাম চায়।
আল্লাহ তার সৎ সাহস আরো বৃদ্ধি করে দিন। তিনি আবার লড়াইয়ের ময়দানে ফিরে আসুন। ভিপি নুর আগামীর প্রতিটি কর্মসূচীতে ছাত্র জমিয়তের সমর্থন কামনা করেন । দেশের প্রতিটি সংকটে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আমাদের কাছে আশা প্রকাশ করেন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে সন্ত্রাসী হামলায় আহত হন ভিপি নূরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের নেতা-কর্মীরা । আজ ছাত্র জমিয়তের প্রতিনিধি দল তাদের দেখতে ঢাকা মেডিকেলে গেলে ভিপি নুরের সাথে দীর্ঘ আলাপচারিতা হয়। আমরা আহতদের চিকিৎসার খোজখবর নিই এবং নুরের বাবাসহ উপস্থিত স্বজনদের সান্তনা দিই ৷
প্রতিনিধিদলে আরো ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর, সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দীন মানিক, প্রকাশনা সম্পাদক ফুযায়েল আহমদ, প্রচার সম্পাদক মাহফুজ ইয়ামীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আজহার ও সদস্য সচিব রাশেদ প্রমুখ ৷