সুরমা নদীতে অবৈধ বাঁধ, অপসারণ দাবিতে মানববন্ধন
1 min readসিলেট :: সুরমা নদীতে অবৈধভাবে প্রভাবশালী মহল বিভিন্ন স্থানে ৫-৬টি বাঁশের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মৎস আহরণে বাধা এবং নদীর পানি প্রবাহ বাধাগ্রস্থ করে নিজেরা মাছ শিকার করছে বলে অভিযোগ ওঠেছে। বাঁধ অপসারণের দাবিতে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে মৎসজীবীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বৈধ কার্ডধারী মৎসজীবীরা শাহপরাণ (রহ.) থানাধীন সুরমাপারে কুশিঘাট নয়াবস্তি এলাকায় এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্ডপ্রাপ্ত বৈধ মৎসজীবী। আমারা এবং আমাদের পূর্ব পুরুষরা সুরমার বুকে নৌকা দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আমাদের ছেলে-সন্তাদের ভরণপোষণ করে থাকি। কিন্তু প্রতি বছর মাছ ধরার মৌসুমে কিছু প্রভাবশালী মহল সুরমার বুকে বাঁশের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা প্রকৃত মৎসজীবীদের মাছ আহরণ করতে দেয়া হচ্ছে না। ফলে আমাদের ৩ উপজেলার প্রায় সহস্রাধিক মৎসজীবী পরিবারের কয়েক হাজার মানুষকে অর্ধহারে-অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। কিন্তু প্রভাবশালী মহল পরিবেশ ও নদী আইন ভঙ্গ করে অবৈধভাবে মাছ শিকার করছে।’
মৎস্যজীবীরা অবৈধ বাঁধ অপসারণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. বাহার মিয়া, কামাল মিয়া, কয়েছ মিয়া, কাওছার মিয়া, করম মিয়া, ইরান মিয়া, মিনার মিয়া, সাজু মিয়া, আব্দুল আলিম, আব্দুল কাদির, আব্দুর রফিক, আব্দুল মান্নান, মকুল মিয়া, আফছর মিয়া, গফুর মিয়া, মহরম মিয়া, নাজিম মিয়া, নুর উদ্দিন মিয়া, শফিক মিয়া, আনছার মিয়া, আজির মিয়া, শরীফ মিয়া, আলা মিয়া, ইসমাইল মিয়া, আইনউদ্দিন, কওছর মিয়া, মকলিছ মিয়া প্রমুখ।