জামেয়া রেঙ্গার শতবার্ষিকী সম্মেলনের প্রচারণায় গোয়াইনঘাট ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min readআবু তালহা তোফায়েল :: সিলেটের সর্ববৃহৎ ও দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের প্রচারণা ৩বছর পূর্ব থেকে চল্লেও বিগত ২মাস থেকে দেশব্যাপী প্রচারণা চলছে।
এরি প্রেক্ষিতে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা ও উপজেলায় প্রচারণা গাড়ি দিয়ে মাইকিং, মিছিল, পথসভাসহ বিভিন্নভাবে প্রচারণা চলছে।
আজ ২৩ ডিসেম্বর (সোমবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইকিং, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রচারণায় এগিয়ে আসেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তিনি পথসভায় বক্তব্য রাখেন, এবং উপজেলাবাসীকে জামেয়ার পক্ষ থেকে দাওয়াত দেন।
উল্লেখ্য যে আগামী ২৫,২৬,২৭ ডিসেম্বর ‘১৯ইং, (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) তিনদিন ব্যাপী শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।