ভারতীয় মুসলমানরা প্রতিরোধ গড়ে তুললে মোদির মসনদ তছনছ হয়ে যাবে : আল্লামা শফী
1 min readহেফাজতে ইসলাম বাংলাদেশ এর অামীর, দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক অাল্লামা অাহমদ শফী বলেছন, ভারত সরকার প্রতিবেশী দেশগুলোতে অমুসলিম সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে বলে দাবী করে পার্শ্ববর্তী তিনটি দেশ বাংলাদেশ, পাকিস্তান ও অাফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তাদের নাগরিকত্ব দেয়ার জন্য যে আইন পাশ করেছে তা মূলত মুসলমানদের একঘরে করে ভারতকে হিন্দুকরণ করার ঘৃণ্য প্রয়াস।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন আল্লামা শফী।
বিবৃতিতে তিনি বলেন, মোদি সরকার ক্ষমতায় অাসার পর থেকে মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে তা পরিস্কার রাষ্ট্রীয় নীতি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।মোদী সরকারের বিরুদ্ধে মুসলমানদের পাশাাপাশি যেভাবে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে তা বিজেপি সরকারের প্রতি চরম অনাস্থা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের মুসলমান প্রচণ্ড ধৈর্যশীল। তবে একথা ভুলে গেলে চলবে না, মুসলমান ধৈর্যশীল তবে ভীরু নয়। মুসলমানগণ প্রতিরোধ গড়ে তুললে মোদির মসনদ তছনছ হয়ে যাবে।