গোয়াইনঘাট ডৌবাড়ী, মসজিদের ইমামের মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২০
1 min read
কে,এ,রাহাত,গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউপির ডেংরি জামে মসজিদের ইমাম র মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ ২০শে ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর ডেংরি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্হানীয় সুত্রে জানা যায়, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমামের মোবাইল চুরির মুল চক্র চিন্নিত করতে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটির সালিশ বৈটক হয়।
এতে ওই বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই পক্ষের ২০ জন আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অন্যদের বিভিন্ন চিকিৎসা কেদ্রে পাঠানু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোয়াইনঘাট থানার এস.আই. আব্দুল আহাদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের র প্রস্তুতি চলছে।