
গোয়াইনঘাট উপজেলার শিক্ষাপদক ২০২৩ এর বাছাই কমিটি গত ৭ সেপ্টেম্বর বাছাই পর্বে সদর ইউপির পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন কে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করে। এর পূর্বে তিনি ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
তিনি তার পদে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হতে সকলের দোয়া কামনা করছেন। আনোয়ার ২০১৪ সাল থেকে এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।তিনি উপজেলা কেন্দ্রীয় সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাথমিক শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তিনি ২০১০ সালে চাকুরীতে যোগদান করেন।