
সিলেটের গোয়াইনঘাটে পুকুর থেকে এক ইমামের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই ইমাম উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে মাওলানা মোঃ আলাউদ্দিন (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওলানা আলাউদ্দিন পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর ঘাটে গোসল করতে ও কাপর ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পায় ঘাটলায় কাপর আছে কিন্তু ইমাম নেই। সাথে সাথে মসজিদে ও আশপাশে খুজে না পেয়ে উপস্থিত লোকজন পুকুরে নেমে ইমাম সাহেবকে পানিতে ডোবা অবস্থায় পেয়ে সাথে সাথে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে ও পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।