
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: আজ ১০ সেপ্টেম্বর, রবিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ রর বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হবে।
বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক আজাদ খান, যুগ্ম-আহ্বায়ক সামছুল হুদা পাশা, শাহ অপু আহমদ, আব্দুল বাছিত মধু, জুবায়ের আহমদ, কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মোতালেব ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার ও নেতৃবৃন্দ সুনামগঞ্জবাসীসহ সবাইকেউপস্থিত থাকতে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
সেই সাথে তারা বনভোজন সফল ও সুন্দর করে তুলতে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন।